স্বাধীনতা কাপ নাম হলেও টুর্নামেন্টের আয়োজন বিজয়ের মাস ডিসেম্বরে। আজ বছরের শেষ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের কোচের কণ্ঠে ধ্বনিত হলো শিরোপা জয়ের আশাবাদ।
শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু সবার আগে মেতে উঠলেন শিষ্যদের প্রশংসায়, ‘টুর্নামেন্টে আমাদের শুরুটা তেমন ভালো ছিল না। আমরা কঠিন একটা গ্রুপে পড়েছিলাম। তাতে অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে। প্রতি ম্যাচে আমাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে। সেজন্য সব কৃতিত্ব ছেলেদের। তবে শুধু ফাইনালে উঠলেই হবে না, জিততেও হবে।’
মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেনি বসুন্ধরা, হেরে যায় ঢাকা আবাহনীর কাছে। দ্বিতীয় টুর্নামেন্ট হাতছাড়া করতে রাজি নয় তারা। দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘ফাইনালে ওঠা শুধু চাপ নয়, সন্তুষ্টিরও।
আমরা উন্নতির পথেই রয়েছি। ফাইনালে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চাই, শিরোপা উদযাপন করতে চাই। ছেলেরা শিরোপা জিততে মুখিয়ে আছে।’