একতা, প্রগতি, সাম্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদ ৩৯নং ওয়ার্ডের কার্য্যনির্বাহী কমিটি গঠনকল্পে গত সোমবার সংগঠনের নিজ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদ এর আহŸায়ক মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এতে সংগঠনের যুগ্ম-আহŸায়ক ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মো. ফাহিম হোসাইনকে সভাপতি ও ময়নুল ইসলাম মানিককে সাধারণ সম্পাদক করে ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, সহ- সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হান্নান, মহিলা যুগ্ম-সাধারণ সম্পাদিকা সেলিনা আক্তার ঝুমুর, সাংগঠনিক সম্পাদক মো. শামীম, অর্থ সম্পাদক মো. সোহরাব হোসেনের নাম ঘোষণা করা হয়। কমিটি গঠনকল্প অনুষ্ঠানে আহŸায়ক মোস্তাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম সংসদীয় ১১ আসনের এমপি এমএ লতিফ মহোদয়ের প্রতিষ্ঠিত স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদটি সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছেন। এ সংগঠনটি চট্টগ্রাম সংসদীয় ১১ আসনে বসবাসরত ৬৪ জেলা থেকে আগত মানুষের যে কোন কল্যাণকর কাজে একাগ্রতাচিত্তে পাশে দাঁড়ায়। আমরা মনে করি স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদ আলোর দিশারী হিসেবে সমাজে কল্যাণকর কাজে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিতি লাভ করবে। বিজ্ঞপ্তি