স্পোর্টস ডেস্ক
কক্সবাজারে ইমার্জিং দলের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে বেধে দেয় বাংলাদেশ। তারপর ব্যাটিং ধসের মুখে পড়লেও স্বর্ণা আক্তারের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো তারা।
বাংলাদেশের পক্ষে হাবিবা ইসলাম সর্বোচ্চ ২ উইকেট নেন। চার ওভারে তিনি দেন ১৭ রান। জবাবে এলিজ মারি মার্ক্স ও লিয়া জোন্সের বোলিংয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ৫১ রানে ৫ উইকেট পড়ে তাদের। তবে ফারজানা ইয়াসমিন ও স্বর্ণা প্রতিরোধ গড়েন। আর কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ জিতে যায়। স্বর্ণা ৩২ বলে ৫ চার ও ১ ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন। ২৫ রানে খেলছিলেন ফারজানা। ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১১৮ রান করে বাংলাদেশ।