নন্দনকানন তুলসীধামে শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৫৮তম তিরোভাব উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৩-১৫ এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী উৎসবে ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে প্রথম দিন অনুষ্ঠিত হয় সাধু-সন্ন্যাসী সম্মেলন। স্বামীজির জীবনী নিয়ে আলোচনা করেন শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ শ্যামানন্দ দাস মহারাজ, শ্রী সিং বীর সিং, শ্রীল গৌরগোবিন্দ ভক্ত দাস, অগ্রালংকার ভিক্ষু প্রমুখ। বিশেষ আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত চবি পালি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। এদিন স্বামী অদ্বৈতানন্দ পুরীর সমাধিপীঠে সমবেত গীতাপাঠ ও চন্ডীপাঠে অংশ নেন স্বামীজির পদাশ্রিত ভক্ত-সেবকরা। এছাড়া গুরুপূজা ও অদ্বৈত-অচ্যুত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ভক্তিগীতি পরিবেশিত হয়। ১৪ এপ্রিল মঙ্গলারতি, মধুসূদন স্তুতি শেষে বেদমন্ত্র পাঠপূর্বক ধ্বজা উত্তোলন ও পূজা, গুরুপূজা, পঞ্চাঙ্গ স্বস্ত্যয়ন ও তুলসী দান, সমবেত উপাসনা, ‘ভূমার পথে’ আলোকচিত্র প্রদর্শনী, নামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়। ১৫ এপ্রিল অদ্বৈত-অচ্যুত মিশন চিকিৎসক ফোরামের পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, দীক্ষাদান, ভোগারতি, মহাপ্রসাদ বিতরণ করা হয়। ১৬ এপ্রিল ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হরিশংকর ধর ও সম্পাদক জহরলাল দত্ত উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বক্তারা বলেন, এই ধরাধামে এসে মানবমুক্তির দিশারী স্বর্ণযুগের দ্রষ্টা শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী পরাবিদ্যা আত্মস্থ এবং লোকশিক্ষার জন্য দীক্ষা নিয়েছিলেন স্বামী জগদানন্দ পুরীর কাছে। সংস্কৃত ভাষায় স্বামীজির অগাধ পান্ডিত্য ছিল। পৈতৃক কবিরাজি পেশায়ও তিনি যশ-খ্যাতির স্বাক্ষর রাখেন। মানুষের দৈহিক উন্নতির পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক উন্নতির প্রতিবিধান কল্পে তিনি বাড়িতে গড়ে তোলেন আর্যচতুষ্পাঠী। গুরু প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে সাধনায় অদ্বৈত হয়ে উঠেন শিবকল্পতরু। সাধনার মাধ্যমে লাভ করেন অমৃতকুম্ভ। লোকহিতার্থে স্বামীজির অমর গ্রন্থগুলো আধ্যাত্মিক পথের নির্দেশনা প্রদান করে।
তিনি মাতৃদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন দশমহাবিদ্যা গ্রন্থে। তাঁর প্রণীত গীতায় গুরুশিষ্য, পার্থিব শিবলিঙ্গ রহস্য, শালগ্রাম তত্ত¡, ধর্ম প্রবেশিকা, উপাসনা পদ্ধতি গ্রন্থসমূহ সাধন জগতের অমূল্য সম্পদ। বিজ্ঞপ্তি