স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশই উপেক্ষা করলেন এসপি!

3

পূর্বদেশ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ দেওয়া কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে বদলি করা হয়েছে উখিয়া থানায়। কক্সবাজার সফরে এসে শনিবার সকালে সাংবাদিককের সঙ্গে ব্রিফিংয়ের সময় অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ওসি মনজুরুল কাদেরকে ‘তাৎক্ষণিক উইথড্র’ করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
কিন্তু শনিবার রাতেই সেই ওসিকে একই জেলার আরেক গুরুত্বপূর্ণ থানায় বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন। তিনি বলেন, ‘উনাকে চকরিয়া থেকে উইথড্র করে উখিয়া থানায় দেওয়া হয়েছে।’
সাময়িক দায়িত্বে নিয়োজিত (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। একই আদেশে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় বদলি করা হয়েছে। খবর বিডিনিউজের
এদিকে এমন আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সমালোচনার ঝড় চলছে জেলার সর্বত্র। তারা বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আদেশই কি মানলেন না জেলার এসপি?
উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোয়ার আলম শাহীন ফেসবুকে লিখেছেন, ‘চকরিয়ার গজব উখিয়ায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কাজটা কি ভালো করলেন?’
সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু লিখেছেন, ‘চকরিয়ার ওসি উখিয়ায়, উখিয়ার ওসি চকরিয়ায়! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দোসররা মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিতর্কিত করতে এই হঠকারী সিদ্ধান্ত নিলেন’।
এর আগে শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজার জেলার ডিসি, পুলিশ ও বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর তিনি প্রেস ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ পেয়েই চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক-ডিআইজিকে আহসান হাবিব পলাশকে ফোন কলে চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।
ডিআইজিকে ফোনে দেওয়া নির্দেশে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলতে শোনা যায় ‘ওসি, চকরিয়া থানা। জানো এর ব্যাপারে? তাকে উইথড্র করো। আজকেই উইথড্র করো’।
গত ২৮ জানুয়ারি চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূইয়ার বিরুদ্ধে মামলা করেন এক সাংবাদিক। মামলায় তিনি অভিযোগ করেন- সংবাদ প্রকাশের জেরে ওই সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও তিনটি মামলা হয় ওসি মঞ্জুর কাদের ভূইয়ার বিরুদ্ধে। মঞ্জুর কাদের ভূইয়া গত বছরের ২০ সেপ্টেম্বর চকরিয়া থানায় যোগদান করেন। এর আগে তিনি বান্দরবান জেলায় ছিলেন।