স্বনির্ভর দেশ গড়ার কাজ এগিয়ে নিয়েছিলেন জিয়া

4

বিএনপির চেয়ারপারসনে উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহব্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, দুঃশাসনের যন্ত্র নয়, নিষ্পেশনের মন্ত্র নয়, অবরুদ্ধ গণতন্ত্র নয়, স্বাধীন সার্বভৌম থাকবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে ১৯ দফা কর্মসূচিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৬ বছর আগে এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশকে বিশে^র বুকে স্বনির্ভর করার প্রথম স্বপ্ন দেখেন জিয়াউর রহমান এবং সেই কাজও তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। শহীদ জিয়ার সেই আদর্শকে লালন করে বিএনপির প্রতিটি নেতাকর্মী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন।
গতকাল রবিবার বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণকালে এ কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, জসীম উদ্দিন সিকদার, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, কর্ণেল আজিমুল্লাহ বাহার, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, আবু আহমেদ হাসনাত,আনোয়ার হোসেন, মুরাদ চৌধুরী, মাহাবুব ছাফা, আবু আহমেদ, নবাব মিয়া চেয়ারম্যান, ফজল হক, এজাহার মিয়া, জহির আজম চৌধুরী, আবদুস সালাম, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, ফজল বারেক, মোহাম্মদ সিদ্দিক, ইফতেখার উদ্দিন খান, মুরাদুল আলম, শাহজাহান শাহিল, সেলিম নুর, শফিউল আলম চৌধুরী, শামসুল হক বাবু, ইলিয়াছ হোসেন তালুকদার, জিয়া উদ্দিন, নাছির উদ্দীন, কমলেন্দু শীল, আবু তাহের, এইচ এম নুরুল হুদা, জানে আলম জনি, নুর উদ্দিন, আয়ুব খান জনি, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ হাবিব, মুজিবুল হক, আকবর হোসেন, এন এ বাবুল, মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, সরোয়ার চৌধুরী, আবদুল মান্নান, আব্দুল কাদের, শেখ নাজিম উদ্দীন, মোহাম্মদ ওসমান, আবুল কাশেম, মোহাম্মদ মামুন, মিনহাজ উদ্দিন, সাফায়ত হোসেন রাকিব, রায়হান উদ্দিন ইরফান তসলিমা আক্তার প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পরম করুণাময় আল্লাহতায়ালার দরবারে মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি