স্বদেশে পৌঁছেছেন আল্লামা সাবের শাহ ও কাসেম শাহ্

1

আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) ও সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ১৯ দিনের বাংলাদেশ সফর শেষে নিরাপদে স্বদেশে (পাকিস্তান) পৌঁছেছেন। এজন্য আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষ ও অসংখ্য ভক্ত-অনুরক্তবৃন্দ মহান আল্লাহ ও তাঁর প্রিয় হাবীবের (দ.) দরবারে শুকরিয়া আদায় করেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় ঢাকা ও চট্টগ্রামে আয়োজিত ৫২তম পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবীতে (দ.) নেতৃত্ব দিতে তাঁরা বাংলাদেশে আসেন। জুলুছের পাশাপাশি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও দরসে নিযামীর শিক্ষা কার্যক্রমকে আরও বেগবানকরণ, ১১ জন ব্যক্তিকে ইসলাম ধর্মে দীক্ষা দান, সহ¯্রাধিক ব্যক্তিকে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ায় দীক্ষা প্রদান, আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম আলহাজ মোহাম্মদ মহসিন’র জানাযা নামাজে ইমামতি ও দাফনকার্য সম্পাদন, মরহুমের স্মরণে আন্তর্জাতিক চ্যারিটি ট্রাস্ট গঠন, আনজুমান ট্রাস্ট কেবিনেট’র পূর্ণতা দান, পীর ভাইদের মধ্যে বিরাজমান একাধিক সমস্যার সুন্দর সমাধানসহ অসংখ্য দ্বীনি খেদমত আঞ্জাম দেন। গত ১ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম থেকে তাঁরা স্বদেশের উদ্দেশে রওয়ানা হন। বিজ্ঞপ্তি