স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরীর গণসংযোগ

90

হাতী মার্কার সমর্থনে আজ ১৭ মার্চ মঙ্গলবার ইপিজেড থানার বেশপিং সেন্টার থেকে মার্কেট ও বিভিন্ন এলাকায় তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) চেয়ারম্যান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরীর গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুস সোবহান, মো. হানিফ, আবদুর রব, মো. খোরশেদ আলীম, মো. ফুল মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভ, তৃণমূল এনডিএম নেতা মো. নুরুল কবীর, মো. ফরিদ, সুলতানা বেগম রূপা, জান্নাত, আলী আসমা, মোহাম্মদ আলী আরিফ, সবুজ নাথ আবির, মীম, সজীব কুমার নাথ, প্রীতি। আজিজুল হক, মো. কাউসার, টিটু, মো. শুক্কুর, মো. মোরশেদ, মো. মহসিন, মো. মনসুর আহমেদ মানিক, ফরিদা ইয়াসমিন, মো. রাসেল, মো. জাহেদ, মো. নয়ন, মো. রাব্বি, মো. আলামিন, মো. মাসুদ, জেসমিন আকতার, কৌলাস চন্দ্র নাথসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি