স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা পানছড়িতে নিহত ২

55

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার খবর আসার পর গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। পানছড়ি থানার ওসি নূরুল আলম জানান, সোমবার বেলা সোয়া ১২টার দিকে পুজগাং নিচের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্থানীয় লোগান বাজারের চা দোকানি চিক্য চাকমা (৩২) ইউপিডিএফ কর্মী হিসেবে পরিচিত এবং সোহেল রানা (৩০) ওই এলাকায় শ্রমিকের কাজে জড়িত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের দোহাজারী এলাকায়।
পানছড়ি থানার ওসি নূরুল আলম আরো জানান, সিংহ মার্কা স্বতন্ত্র পার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে সকালে হামলার খবর আসে। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়লে গোলাগুলিতে দুইজন মারা যান। ঘটনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইউপিডিএফের প্রচার সম্পাদক নিরন চাকমার অভিযোগ, তাদের সংগঠন থেকে বেরিয়ে গিয়ে ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ নামে আলাদা সংগঠন যারা খুলেছে তারাই নতুন চাকমার নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন জানান, নতুন চাকমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দুটি লাশ পড়ে থাকতে দেখা গেছে।