নতুন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় এবার স্থগিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে এবারের আসর। শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
আগামী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল’র ১৩তম মৌসুম। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় দেশটির সব জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোকে (বিসিসিআই সহ) যেকোনো ক্রীড়া আসরে জনসমাগম এড়িয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল।
ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার মুম্বাইয়ে বিসিসিআই’র হেডকোয়ার্টারে জয় শাহ’র সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
যদিও আইপিএল’র গভর্নিং কাউন্সিলের বৈঠক বসার কথা ছিল আজ শনিবার। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে সব ফ্র্যাঞ্চাইজি এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস নিয়ে সারা দেশেই আতঙ্ক ছড়িয়ে পড়ায় আগেভাগেই সিদ্ধান্ত নিল বিসিসিআই।