করোনার প্রভাব ভালোই পড়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে। আসন্ন জুলাইয়ে হওয়ার কথা ছিল সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের নারী ফুটবলাররা সেই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছিল।
অতি স¤প্রতি সাফ জুলাইয়ে নারী ফুটবলের এই প্রতিযোগিতা স্থগিত করেছে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমরা জুলাইয়ের টুর্নামেন্ট আপাতত স্থগিত করেছি। টুর্নামেন্ট বাতিল হয়নি। সুবিধাজনক সময়ে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব।’