চল্লিশতম বিসিএসের পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান গতকাল রোববার এ তথ্য জানান।
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে গতকাল সকাল ১০টায় এ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর।
বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সারদা পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিতে হয়। সেই প্রশিক্ষণ শেষ হয় সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে। খবর বিডিনিউজের।
গতকাল অনুষ্ঠান স্থগিত করার কথা জানালেও পরে কখন সমাপনী কুচকাওয়াজ হবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি ফয়সাল হাসান। তবে ৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারে ছাত্রলীগ নেতাদের নিয়োগ পাওয়ার খবর নিয়ে শনিবার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এক ফেসবুকে পোস্টে অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হওয়া ৪০তম বিসিএসে অন্তত ৬২ জন ছাত্রলীগ নেতা পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত থাকতে তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
কুচকাওয়াজ স্থগিত হওয়ার পর আরেক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, কিছু বুঝলেন? আওয়ামী ফ্যাসিস্টদের আমরা কখনো গ্রহণ করব না। তদন্ত হোক, পরে যোগ্য ব্যক্তি নিয়োগ পাক।