স্ত্রীকে ভিডিও কলে রেখে ওমানে রাউজানের যুবকের আত্মহত্যা

13

রাউজান প্রতিনিধি

স্ত্রীকে ভিডিও কলে রেখে ওমানে আত্মহত্যা করেছেন রাউজানের যুবক নিশাত রিমন বাবু (২৭)। গত রবিবার ১৪ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৩টায় ওমানস্থ ইব্রি নামক স্থানে তার বাসার শয়নকক্ষে এ ঘটনা ঘটে। একই সময়ে দেশে অবস্থানরত স্ত্রী তানভীর আলম ইসফাও নিজকক্ষে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালালে তাকে পরিবারের সদস্যরা রক্ষা করেন বলে জানান তার মা শাহানাজ আকতার।
বাবুর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। লাশটি বর্তমানে হিমাগারে রাখা হয়েছে। আত্মহননকারী বাবু রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া গ্রামের কোরআন মঞ্জিল বাড়ির মৃত মোজাহের ইসলাম বলি ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে।
জানা যায়, ৩/৪ বছর আগে ওমানে পাড়ি জমান বাবু। থাকতেন ওমানের সোহার ইব্রি নামক স্থানে। কর্মরত ছিলেন ওমানের মক্কা শপিং সেন্টারের একটি দোকানে। দুইবোনকে বিয়ে দেওয়ার পর দেড় বছর আগে দেশে ফিরে একই উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়াস্থ ২নং রোডের আহমদ সওদাগর বাড়ির বদিউল আলমের মেয়ে তানভীর আলম ইসফার সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে হন বাবু। বিয়ের পর পুনরায় ওমানে চলে যান।
বাবুর মা মনোয়ারা বেগম বলেন, বিবাহের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই আছে। শেষ পর্যন্ত আমার একমাত্র সন্তানকে হারিয়েছি।
বোন রিমা আকতার বলেন, আত্মহত্যার সময় দৃশ্যটিও তার স্ত্রী দেখেছে, তার মৃত্যুর পরও, তিনি স্বাভাবিকভাবেই মোবাইল টিপাটিপি করতেছে। আজ আমরা ভাইকে হারিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য মো. খালেদ বলেন, পারিবারিক কলহের জের ধরে বাবু আত্মহত্যা করেছে বলে শুনেছি। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। তবে স্বামী বাবু আত্মহত্যার পর দেশে থাকা স্ত্রীও ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা চালায়। এতে পরিবারের সদস্যরা তাকে রক্ষা করেন বলে জানিয়েছেন তার মা শাহানাজ আকতার।