স্ট্রোক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মেয়র ডা. শাহাদাত

9

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ও নিয়মিত শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। আমাদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন কাজকর্ম ও শরীরচর্চার অভ্যাসে পরিবর্তন আনলেই স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব। গত ২৮ অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মিনি ম্যারাথন অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোলজি বিভাগের প্রধান ডা. মো. হাসানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ রিফাত কামাল ও ডা. মোহাম্মদ মুবিনুল হক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল মিনি ম্যারাথন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের মাঠে এসে পুরনো দিনের অনেক স্মৃতি জেগে উঠেছে। তিনি আরও বলেন, স্ট্রোক প্রতিরোধে আমাদের জীবনযাত্রায় নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাটাচলা ও খাদ্য নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। হাঁটতে হবে, দৌড়াতে হবেÑএটাই আজকের মিনি ম্যারাথনের মূল বার্তা। আমরা যদি নিয়মিত হাঁটি, তাহলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার মতো ঝুঁকিও কমে যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন, ড্যাব চট্রগ্রাম মেডিকেল কলেজের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন, ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. ফয়েজুন রহমান, ডা. ইফতেখার হোসেন লিটন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. এটিএম রেজাউল করিম, ডা. আবু নাসের, ডা. মাহমুদুর রহমান, ডা. কামরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি