বিনিয়োগ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে শরি‘আহ্ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.। ২২ সেপ্টেম্বর ব্যাংকের লার্নিং সেন্টারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। এসময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআরডি মাসুদ হাসান এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রধান, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মসনুন আলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি