স্টয়নিস ঝড়ে পাকিস্তানকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

1

স্পোর্টস ডেস্ক

আগের দুই ম্যাচে তবু কিছুটা লড়াই উপহার দিয়েছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে তাদের পাত্তাই দিল না অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে ঝড় তুলে তাতে নেতৃত্ব দিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আর তাতে সফরকারীদের ধবলধোলাই করল স্বাগতিকরা।
হোবার্টে আজ আগে ব্যাট করে ১৮.১ ওভারে ১১৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা জয়ের নতুন রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭টি ম্যাচ জিতেছে তারা। ৬ ম্যাচ জিতে তালিকায় দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড (২০২৩-২০২৪)। আর ৫টি করে জয় আছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের। তবে ইংলিশদের টানা ৫টি করে জয় আছে দুইবার। ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টয়নিস। তার ব্যাট থেকে আসে ৫টি করে চার ও ছক্কা। একইসঙ্গে সাকিব আল হাসানের একটি কীর্তিও ছুঁয়েছেন তিনি।