স্কুল হকি লীগে মিউনিসিপ্যাল স্কুলের জয়যাত্রা অব্যাহত

1

হকি কেন্দ্র আয়োজিত স্কুল হকি লীগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মিউনিসিপ্যাল স্কুল ৩-১ গোলে জে,এম,সেন স্কুল কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে।
লীগে দু’ম্যাচ শেষে দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে লীগ টেবিলের শীর্ষে রয়েছে মিউনিসিপ্যাল। অপরদিকে সমসংখ্যক খেলায় দুটিতেই পরাজিত হয়ে পয়েন্টশুন্য জেএমসেন স্কুল।
ম্যাচের সেরা খেলোয়াড় মুহাম্মদ আলভিকে ক্রেষ্ট প্রদান করেন জেলার সাবেক কৃতি হকি খেলোয়াড় শেখ সোহেল উদ্দিন।
আজকের খেলা (২৪/১০/২৫, শুক্রবার) ঃ হাতে খড়ি স্কুল বনাম আলকরন নুর আহমদ চসিক উচ্চ বিদ্যালয়-২.৩০ টা।