ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন গ্রামার স্কুল। গতকাল শনিবার সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সানশাইন গ্রামার স্কুল ৩৫ রানে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল পরবর্তী রাউন্ডে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।
গতকাল টসে জিতে মোহাম্মদপুর প্রথমে ব্যাট করতে পাঠায় সানশাইনকে। ৪৩ ওভার খেলে সব উইকেট হারিয়্যে সানশাইন সংগ্রহ করে ১৭৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহির আনোয়ার (৫১ বলে ৭০, ৯টি চার ও ৪টি ছক্কা)। এছাড়া আওসাফ খান ২৭, মোসলিম উদ্দিন ২৫ এবং মিফতাহুল আলম ১৩ রান করেন। মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে আবদুর নূর ২৬ এবং সৌরভ শীল ১৬ রান দিয়ে ৪টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান চৌধুরী মোহাম্মদ সোহান এবং ওমর ফারুক।
১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজ ৪৫.৪ ওভার খেলে ১৩৯ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে ২১ রান করে সংগ্রহ করেন আল দাইয়ান ওয়াসী এবং নেওয়াজ তানভীর। ১৮ রান করে যোগ করেন ওমর ফারুক এবং তুষার শীল। এছাড়া আল আমীন হোসেন ১৫ এবং বোরহান উদ্দিন ১২ রান করেন। সানশাইন গ্রামার স্কুলের পক্ষে আবদুল্লাহ সাইদ ২৯ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান যথাক্রমে মো. ইব্রাহীম, আদিল চৌধুরী এবং আরশাদুল আয়ান।