ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে গ্রুপ পর্যায়ের শেষ খেলায় গতকাল স্কুল অব সাইয়েন্স,বিজনেজ এন্ড হিউম্যানিটেজ (এসএসবিএইচ) জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৬৫ রানে চিটাগাং গ্রামার স্কুল (সিজিএস)কে পরাজিত করে। টসে জিতে সিজেএস প্রথমে ব্যাট করতে পাঠায় এসএসবিএইচকে। তারা নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। দলের হয়ে সাগর ৪৭, ওয়াসিউল ৩৮, মোকাদ্দেস ২৪, ইয়াসিন ১৭ এবং রোহিত ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩০ রান। সিজেএস এর ইয়ানাত ৩টি এবং ইউসিকা ২টি উইকেট নেন। জবাবে সিজিএস ৩৭ ওভার ৫ বল খেলে ১৩১ রানে সবাই আউট হয়ে যায়। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৪২ থেকে। এছাড়া লাবিব ২১, আয়ান অপ.২০, সিনদিদ ১৫ এবং ওসমান ১০ রান করেন। এসএসবিএইচ এর মাকিব ২৪ রান দিয়ে একাই ৬টি উইকেট তুলে নেন। ৩টি উইকেট পান আবদুল্লাহ। আজ ২৯ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অংশ নেবে সানশাইন গ্রামার স্কুল এবং কাট্টলী নুরুল হক চৌধুরী হাইস্কুল। ৩০ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে খেলবে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (সিকেএসপি)। দুটি খেলাই অনুষ্ঠিত হবে সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।