ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে দাঁতমারায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে অপহরণকারীদের আটক করে জনতা। এরপর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভ‚জপুরের দাঁতমারা বালুটিলায় এ ঘটনা ঘটে। এ সময় অপহরণকারীদের মাইক্রোবাসটি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। বিষয়টি নিশ্চিত করেন দাঁতমারা তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর শামসুদ্দিন।
তিনি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, যে ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল, তা সম্পর্ক প্রত্যাখ্যান করে মেয়েটি। তারপর স্কুলে আসার পথে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। খবর পেয়ে শান্তিরহাট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় সকাল সাড়ে ১০টার দিকে মাইক্রোর ড্রাইভারসহ ৪ জনকে আটক করা হয়। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মেয়েটি জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার বাসিন্দা। আটককৃত অপহরণকারীরা হলেন হারুয়ালছড়ি লম্বাবিলের আবুল কাশেমের পুত্র ড্রাইবার শাবলু (২৩), হাজীরখীল পশ্চিম পাড়ার গোপাল বিশ্বাসের পুত্র চঞ্চল বিশ্বাস (২৪), হাজীরখিল খলুয়া পাড়ার মনিরাম ত্রিপুরার পুত্র প্রেমিক বাদল ত্রিপুরা (১৯), লম্বাঘোনার বুদিয়া ত্রিপুরার পুত্র মিদুল ত্রিপুরা (২৫)।
ভ‚জপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, বাদল ত্রিপুরা ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে গতিরোধ করে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করেন। এ ঘটনায় ৪ জনকে পুলিশ আটক করে। মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালুটিলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৩ মেয়ে স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে ১ জন মেয়েটিকে একটি সাদা প্রাইভেটকারে থাকা ৩ জন ছেলে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পারে। এরপর কিছু মোটরসাইকেল তাদের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে শান্তিরহাট বাজার আসার পর গাড়িটি যানজটে পড়ে। এ সময় ভেতরে থাকা মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে গাড়িতে থাকা ছেলেদের গণধোলাই দিয়ে পরে পুলিশে সোপর্দ করে।