স্কিপ বাংলাদেশ এর ডেন বিতরণ

1

 

গতকাল একুশে সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় চট্টগ্রাম ক্লাবে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো SKIF BANGLADESH এর ডেন বিতরণ অনুষ্ঠান। সারা বাংলাদেশ থেকে সর্বমোট ৩০ জন ডেন অর্জনকারীর মধ্যে চট্টগ্রামের দশজনের মাঝে এ ডেন বিতরণ করা হয়। SKIF BANGLADESH এর ভাইস প্রেসিডেন্ট শাহজাদা আলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SKIF BANGLADESH এর জেনারেল সেক্রেটারি ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৈয়দ নুরুজ্জামান সিনথিয়া। এতে আরো উপস্থিত ছিলেন JKA ডালাস প্রতিনিধি মনসুর চৌধুরী, SKIF BANGLADESH এর দুই যুগ্ম সম্পাদক যথাক্রমে মাসুম ও মনি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্যগোলাম মহিউদ্দিন হাসান, সিজিকেএস কারাতে কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ খান, শেখ দিদার উদ্দিন আহমেদ, আরিফ চৌধুরী, সাজেদা সাজু, ডেন অর্জনকারী অন্যান্য কারাতেকা ও অভিভাবকবৃন্দ।