সৌহার্দ্যপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন আমাদের ঐতিহ্য : ফজলে করিম

164

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজান সকল সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ আবাসস্থল। এখানে প্রত্যক ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্যপেূর্ণভাবে বসবাস করে যার যার ধর্মীয় উৎসব পালন করে। গত বৃহস্পতিবার একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত প্রবারণ পূর্ণিমা উপলক্ষে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। সুমন কল্যান বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি বিএম জসিম উদ্দিন হিরু, ডা. স্বপন বড়ুয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, দিলীপ বড়ুয়া, সুবিতানন্দ মহাথের, পিআইও নিয়াজ মোর্শেদ, দেবপ্রিয় বড়ুয়া দেবু, মেম্বার শ্যামল বড়ুয়া প্রমুখ।