স্পোর্টস ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো এবারও সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতা হয়েছেন। গোল্ডেন বুট তিনি জিতলেও তার চেয়ে কম গোল করে মৌসুম সেরা খেলোয়াড় হয়েছেন আল ইত্তিহাদের করিম বেনজেমা। এই মৌসুমে লিগে ২৫ গোল করেছেন রোনালদো। অন্যদিকে তার পুরানো রিয়াল মাদ্রিদ সতীর্থ বেনজেমার গোল ২১টি। তবুও ফরাসি ফরোয়ার্ড মৌসুম সেরার স্বীকৃতি পেয়েছেন দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে। ৩০ গোলে অবদান তার। অন্যদিকে রোনালদোর ২৮টি। এই হিসাবেই ৩৭ বছর বয়সী বেনজেমার পেছনে পড়ে গেছেন পর্তুগিজ তারকা।
তার দল লিগ শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। সব প্রতিযোগিতা মিলে অবশ্য রোনালদোর গোলের সম্পৃক্ততা বেনজেমার চেয়ে বেশি। ৪১ ম্যাচে রোনালদোর গোল ৩৫টি, অ্যাসিস্ট চারটি। আর বেনজেমার ৩২ ম্যাচে ২৩ গোল ও ৯ অ্যাসিস্ট।