সৌদি পৌঁছেছেন ৪৮ হাজারের বেশি হজযাত্রী

1

পূর্বদেশ ডেস্ক

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ জন। মোট ১২৩টি ফ্লাইটে তারা হজ করতে গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ হজ বুলেটিনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬২টি ফ্লাইটে ২৪ হাজার ২৮৬ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৪১টি ফ্লাইটে ১৬ হাজার ১১২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইটে ৮ হাজার ২৬৩ হজযাত্রী বহন করেছে। খবর বিডিনিউজের।
আর হজে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন সাতজন। এর মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন তিনজন, মদিনায় মৃত্যু হয়েছে চারজনের।
সবশেষ বুধবার মদিনায় মারা গেছেন চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান। ৭২ বছর বয়সী অহিদুর গত ৭ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজ করতে যান।
চলতি বছর হজে যেতে নিবন্ধন করেন ৮৭ হাজার ১০০ জন। বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন ও সরকারিভাবে ৫ হাজার ২০০ জন নিবন্ধন করেন। এর মধ্যে সব হজযাত্রীরই ভিসা অনুমোদনের কথা বলেছে ধর্ম মন্ত্রণালয়।
এ বছর হজের প্রাক ফ্লাইট শুরু হয় গত ২৯ এপ্রিল, শেষ হবে ৩১ মে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ ফ্লাইট ১০ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।