সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামি ৬ জুন দেশটিতে কোরবানির ঈদ উদ্যাপন হবে; তার আগের দিন ৫ জুন হবে হজ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ। ফলে মঙ্গলবার জিলকদ মাসের শেষ দিন। পরদিন আজ বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৫ জুন হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পর দিন ৬ জুন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদ্যাপন হবে। খবর বিডিনিউজের
জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদুল আজহা উদ্যাপন করে থাকে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে। সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়ায় কোরবানির ঈদ উদ্যাপন হবে ৬ জুন। তবে মালয়েশিয়া ও ব্রæনেইতে কোরবানির ঈদ উদ্যাপন হবে ৭ জুন।