সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন দিবালা

4

আলোচনায় ছিল ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি প্রো লিগে নাম লেখাবেন পাওলো দিবালা। সৌদি ক্লাব আল কাদসিয়া থেকে বড় অঙ্কের প্রস্তাবও পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। সেটি ফিরিয়ে ইতালির ক্লাব রোমাতেই থাকছেন ৩০ বর্ষী ফরোয়ার্ড। ইউরোপের গণমাধ্যমে খবর, সৌদি ক্লাব আল কাদসিয়া থেকে ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়েছিলেন দিবালা, যা প্রত্যাখ্যান করেছেন। ২০২২ সালে জুভেন্টাস থেকে রোমায় এসে এপর্যন্ত ৭৮ ম্যাচ খেলেছেন দিবালা। ৩৪ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৮টি।