সোমবার দ্বিতীয় দফায় চন্দ্রযান-২ উৎক্ষেপণের প্রচেষ্টা চালাবে ভারত

20

প্রযুক্তিগত ত্রুটির জেরে স্থগিত হয়ে যাওয়া চন্দ্রযান-২ নামক অভিযান সফল করার জন্য দ্বিতীয় দফায় উৎক্ষেপণ প্রচেষ্টার তারিখ ঘোষণা করেছেভারত। এক টুইটার বার্তায় দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, ২২ জুলাই দুপুর ২টা ৪৩ মিনিট নাগাদ এ উৎক্ষেপণ প্রচেষ্টা চালানো হবে। গত সোমবার (১৫ জুলাই) শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রæটির জেরে স্থগিত হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান। রবিবার দিনগত রাত ২টা ৫১ মিনিটের দিকে উৎক্ষেপণের কথা থাকলেও রকেট সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে ৫৬ মিনিট আগে অভিযানটি স্থগিত করা হয়। গত ১৫ জুলাই ভারতে চন্দ্রযান ২-এর অভিযান ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব ছিল শ্রীহরিকোটায়। সন্ধ্যার পর থেকে রীতিমতো কাউন্টডাউন শুরু হয়েছিল। উৎক্ষেপণের নির্ধারিত সময়ের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে ত্রুটি ধরা পড়ে রকেট সিস্টেমে। ইসরো-র বিজ্ঞানীরা জানান, রকেট থেকে জ্বালানি চুইয়ে পড়ছে। পরে ইসরো সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো আভাস দিয়েছিলো, এ মাসেই দ্বিতীয় দফায় অভিযান প্রচেষ্টা চালানো হতে পারে।