সোবহান-শোভনীয়া ফাইনাল আজ

1

স্পোর্টস ডেস্ক

সিডিএফএ-মেয়র একাডেমি কাপ অনুর্ধ্ব – ১৩ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলঅ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বিকাল ৩.৩০টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পটিয়ার আব্দুস সোবহান ফুটবল একাডেমি ও মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) লিগ কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন। এদিকে এ টুর্নামেন্টের সেমিফাইনালে আব্দুস সোবহান ফুটবল একাডেমির কাছে পরাজয়ের পর তাদের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনোয়ারা ফুটবল একাডেমির করা প্রটেস্ট সিডিএফএ প্রটেস্ট কমিটি গত ১৭ মের সভায় খারিজ করে দিয়েছে।
পরবর্তীতে ১৮ মে আনোয়ারা ফুটবল একাডেমি প্রটেস্ট কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে বাইলজ এর ১৩.৩ ধারায় পুনরায় আপিল করলে ২০ মে সিডিএফএ আপিল সভায় প্রটেস্ট নিষ্পত্তি কমিটির সিদ্ধান্ত বহাল রাখে অর্থাৎ আনোয়ারার আপত্তি চূড়ান্তভাবে খারিজ করে দেয়া হয়।