সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

3

পূর্বদেশ ডেস্ক

এই প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে সোনা জিতলেন আব্দুর রহমান আলিফ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই তরুণ আর্চার দারুণ উচ্ছ্বসিত। এখন তার চোখে আরও বড় স্বপ্নের বুনন। এশিয়া কাপ আর্চারিতে সোনা জয়ের আনন্দের রেশ তিনি টেনে নিতে চান অলিম্পিকসের আঙিনায়। সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ এককের ফাইনালে গতকাল শুক্রবার জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন আলিফ।
গত সেপ্টেম্বরে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে তিনি হেরেছিলেন চীনের প্রতিযোগীর বিপক্ষে। এবার হাসলেন সাফল্যের হাসি।
আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও, সে সব প্রতিযোগিতায় কোনো পদকের স্বাদ পাননি আলিফ। বিদেশ-বিভ‚ঁইয়ে সেই স্বাদ পাওয়ায় আলিফের খুশি, গর্ব একটু বেশিই। খবর বিডিনিউজের
‘অনুভ‚তি তো- অনেক ভালো লাগছে। এই প্রথম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাতে পেরেছি (সোনার পদক জিতে) দেশের বাইরে এসে, এটা আমার প্রথম আন্তর্জাতিক সোনার পদক। দেশের সবার জন্য এই পদক’।
রিকার্ভে বাংলাদেশের তারকা বলতে কিছুদিন আগেও উচ্চারিত হতো রোমান সানা, হাকিম আহমেদ রুবেলের নাম। দু’জনে আর্চারির পাট চুকিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এ দু’জনের মধ্যে সরাসরি অলিম্পিকসে খেলেছেন রোমান। এর বাইরে সরাসরি অলিম্পিকসে খেলার টিকেট পেয়েছিলেন সাগর ইসলাম।
পাবনা থেকে উঠে আসা আলিফ এখন পাখির চোখ করেছেন ২০২৮ সালের অলিম্পিকস। লস অ্যাঞ্জেলেসের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে চান ১৯ বছর বয়সী এই আর্চার। চাওয়া পূরণে আরও বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার দাবিও জানিয়ে রাখলেন এই তরুণ।
তিনি জানান, ‘সামনে আমার লক্ষ্য অলিম্পিকে পদক জেতা। এরই ধারাবাহিকতায় আমরা অনুশীলন করছি কোচের নির্দেশনা অনুযায়ী। সবাই আমাদের সহযোগিতা করছে। ২০২৮ অলিম্পিক সামনে রেখে আমরা সেভাবেই অনুশীলন করে যাচ্ছি। ফ্যাসিলিটিজ ভালোই আছে। তবে আমরা চাই, আমরা যেন আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারি। তাহলে আমাদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে। তখন আমরা দলগতভাবেও অলিম্পিকে কোয়ালিফাই করতে পারব। আমি আমার সেরাটা দিব, ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা চাইলে আমরা সবকিছু অর্জন করতে পারব’।