সোনালী লাইফের বনভোজন

1

নগরীর ফয়েজ লেকে সোনালী লাইফের বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১০টা থেকে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এতে সোনালী লাইফে কর্মরত চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের বীমা কর্মী ও তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। এটি যেন এক মহামিলন মেলায় পরিণত হয়।
দিনশেষে র‌্যাফেল ড্র এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে বনভোজন এর সমাপ্তি ঘটে। সোনালী লাইফের কর্মকর্তা মোজাম্মিল হোাসাইন জানান, ‘বনভোজনে চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় ২ হাজারের মত বীমাকর্মি অংশ গ্রহন করেন। তার পুরেদিন নানা আড্ডা ও গল্পে পরিবার ও সহকর্র্মিদের সঙ্গে দিনটি উপভোগ করেন।’ বনভোজনে সোনালী লাইফের বীমা কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনালী লাইফের পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্মদ ড্যানিয়েল, তাসনিয়া কামরুন আনিকা এবং সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিউদ্দীন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশ গুপ্ত ও মাওলানা মোহাম্মদ আলাউদ্দিনসহ সোনালী লাইফের উর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি