সৈয়দ আহমদ শাহ সিরিকোটি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর

389

চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘শাহানশাহ্ সিরিকোট স্মারক আলোচনায় বক্তারা বলেছেন, শাহানশাহ্ সিরিকোট আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি পেশোয়ারী (র.) এমন এক বাতিঘর ছিলেন যে, যার রশ্মিতে আলোকিত হয়েছে সুদূর আফ্রিকা, বার্মা, বাংলা, পাক-ভারতসহ এশিয়ার বিশাল এক ভূখন্ড। তিনি ছিলেন বংশ পরম্পরায় ইমাম হোসাইন (রা)’র ৩৬ তম অধঃস্তন পুরুষ। ইসলামের জন্য নিবেদিত বীর পূর্বপুরুষদের ত্যাগের ঐতিহ্য বজায় রেখে তাঁর দীর্ঘ ১০৮ বছরের ইহজীবনের সবটুকুই উৎসর্গ করেছিলেন শরিয়ত-ত্বরিকতের বেমেসাল খেদমতে। তার প্রতিষ্ঠিত আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এদেশের সুন্নিদের আশা-ভরসার জায়গা হিসেবে দেখা হয়। তিনি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর।
গতকাল সোমবার বিকেলে গাউসিয়া কমিটি বাংলাদেশ আয়োজিত স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মিজানুর রহমান, উদ্বোধক ছিলেন আঞ্জুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন ক্যামিান সুফিতাত্বিক গবেষক ড. সেলিম জাহাঙ্গির, বিশেষ আলোচক ছিলেন আঞ্জুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি অধ্যাপক কাজি সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম ও অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। সংগঠনের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটির সিনিয়ার ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার। উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভাইস প্রিন্সিপ্যাল ড. মাওলানা লিয়াকত আলী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাহবুব আলম, উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গির আলম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার হাবিব উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি