বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফ স্বেচ্ছাসেবক সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ মিয়া সহিদ (৬০) গত ৬ ডিসেম্বর বিকেলে নগরীর মেদেীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ঐদিন বেলা ১২টার দিকে সিএন্ডবি এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিক্সার ধাক্কায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বিকেল ৫টা ৪৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৭ ডিসেম্বর সকাল ১১টায় মরহুমের জানাজার নামাজ চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। শেষে চরণদ্বীপস্থ সামাজিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়দ মিয়া সহিদের অকাল মৃত্যুতে চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.), নায়েব-এ মুন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.) শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি