সৈয়দ মসউদউল্লাহ মাস্টার স্মৃতি ফুটবল

1

মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় সাবেক সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুমের পৃষ্ঠপোষকতা সৈয়দ মসউদউল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে হাজী বদিউর রহমান কোম্পানি স্মৃতি ফুটবল একাদশ ২-০ গোলে পশ্চিম এনায়েতপুর ফুটবল একাদশকে হারিয়ে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
গতকাল ৪ জুলাই বিকাল ৪ টায় স্থানীয় মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান এডক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক কৃতি ফুটবলার আলহাজ্ব আসলাম মোরশেদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক সৈয়দ মোস্তফা আলম মাসুম, টুর্ণামেন্টের উপদেষ্টা ও ক্রীড়ানুরাগী আবুল কালাম মানিক, সমাজ সেবক আবুল বশর, সৈয়দ মোফাক্কর, মোহাম্মদ ইউসুফ, নুরুল আলম, আবদুল হালিম, বাবু প্রণব শীলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলায় হাজী বদিউর রহমান কোম্পানি স্মৃতি ফুটবল একাদশের দলীয় অধিনায়ক আজিমকে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়েছে।