সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির (ক.) ওরশের সভা

1

ফটিকছড়ি প্রতিনিধি

শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারির (ক.) ১১৯তম ওরশ শরিফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এর আয়োজন ও ব্যবস্থাপনায় আগামী ১০শে মাঘ ২৪শে জানুয়ারি মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে মেহমান ছিলেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.), দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি, নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি থানা ওসি নূর আহমদ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, নাজিরহাট হায়ওয়ে থানা ওসি সাহাব উদ্দীন প্রমুখ।
সভায় জানানো হয়, প্রতিবছরের মতো এ বছরও ওরশে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্ত-অনুরক্ত ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা অংশ নেবে।
প্রশাসনিক সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।