গত ১১ মার্চ অসুস্থ লেখক, সংগঠক সেলিম খান চাঁটগামীকে দেখতে তার কল্পলোক আবাসিকের বাসায় যান দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। এসময় তার সাথে ছিলেন চকবাজার অলিবেগ খাঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
চট্টগ্রাম ও ঢাকার চিকিৎসকদের কাছে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ শেষে ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে দীর্ঘ দুইমাসের অধিক চিকিৎসা শেষে তিনি গত সপ্তাহে দেশে ফিরেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হলেও তিনি তেমন চলাফেরা করতে পারছেন না। সেলিম খান চাঁটগামীর আরো অর্থ প্রয়োজন। তিনি সবার কাছে দোয়া ও শুভাকাক্সিক্ষদের কাছে সহযোগিতা চেয়েছেন। বিজ্ঞপ্তি