সেরা দশের শীর্ষে মহসিন কলেজ

6

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন। যার মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। আর জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে পরপর তিনবার চট্টগ্রাম কলেজকে টপকিয়ে সেরাদের সেরায় জায়গা করে নিয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। প্রতিবার যেখানে জিপিএ ৫ এর দিকে চট্টগ্রাম কলেজ এগিয়ে থাকে, সে জায়গায় নিজেদের শক্ত অবস্থান পাকাপোক্ত করে নেয় মহসিন কলেজ।
সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ: শতভাগ পাস না করলেও এবার জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা দশের তালিকার শীর্ষে সরকারি হাজী মহসিন কলেজ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৭২১ জন। ৯৭ দশমিক ২১ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১০৮ জন। গতবার ছিল ১ হাজার ৩৩৪ জন।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ : জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও দ্বিতীয় অবস্থানে আছে সরকারি সিটি কলেজ। পরপর তিনবার দ্বিতীয় অবস্থানে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে প্রতিষ্ঠানটি। এবার দুই হাজার ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৬ দশমিক শূন্য ৭ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৮৭২ জন। গতবার এ কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ১৬৯ জন।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ : গতবার ষষ্ঠ অবস্থানে থাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবার তালিকার তৃতীয় অবস্থানে। তাদের ১ হাজার ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১ হাজার ২০২ জন যা শতকরায় ৯৯ দশমিক ৯২ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ৮৪৭ জন শিক্ষার্থী। যেখানে গতবার পেয়েছিল ৬৩৬ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম কলেজ : গেলো তিনবছর ধরে শতভাগ পাস এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছিটকে পড়ে প্রথম অবস্থানে থাকা শতবর্ষী এ কলেজ। জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে পরপর দুই বছর তৃতীয় অবস্থানে। এবার আরেক ধাপ পিছিয়ে চতুর্থ অবস্থানে থেকে জিপিএ ৫ পেয়েছে ৮৪০ জন। গতবার যেখানে ছিল ৮৬০ জন। এমনকি এবারও শতভাগ পাস করতে পারেনি এ কলেজের শিক্ষার্থীরা। এবার এ কলেজের ১ হাজার ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৯৮ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : গতবার চতুর্থ অবস্থানে থাকলেও জিপিএ-৫ এর দিক থেকে এবার পঞ্চম অবস্থানে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৭৩ জন। ৯৭ দশমিক ৩১ শতাংশ পাস করে জিপিএ-৫ পেয়েছে ৫৭০ জন। যেখানে গতবার পেয়েছিল ৭৬১ জন।
হাজেরা তজু ডিগ্রি কলেজ : জিপিএ ৫ এর থেকে রয়েছে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে এ কলেজ। যদিও গতবার ছিল সপ্তম অবস্থানে। এবার তাদের ১ হাজার ৮০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৭৫৮ জন। যা ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৩৫ জন। যেখানে গতবার পেয়েছিল ৫৬৪ জন শিক্ষার্থী।

সরকারি কর্মাস কলেজ : গতবার পঞ্চম অবস্থানে থাকলেও এবার জিপিএ ৫ এর দিকে সপ্তম অবস্থানে সরকারি কমার্স কলেজ। এ কলেজের ৯৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯২৭ জন। যা ৯৯ দশমিক ২৫ শতাংশ। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮৫ জন। গতবার এ কলেজের ৬৯৪ জন জিপিএ ৫ পেয়েছিল।
বাকলিয়া সরকারি কলেজ : জিপিএ-৫ এর দিকে গতবারের মতো এবারও সেরা দশের অষ্টম অবস্থানে রয়েছে বাকলিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ কলেজ থেকে ১ হাজার ৪২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৩২৭ জন। যা শতকরায় ৯২ দশমিক ৯৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১৯ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪৮৮ জন।

কক্সবাজার সরকারি কলেজ : গেল বারের মতো এবারও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে নবম অবস্থানে জায়গা করে নিয়েছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা। তাদের ১ হাজার ১৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯১ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫২ জন। গতবার তাদের ৪১৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ : জিপিএ-৫ এ দিক থেকে সেরা দশে রয়েছে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। তাদের ৯৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছে ৩৩৩ জন।