চট্টগ্রাম জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রাউজানের নোয়াপাড়া ডিগ্রী কলেজকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাঁশখালীর মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ। গতকাল বুধবার নগরীর হালিশহর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে কোয়ার্টার ফাইনালে মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের হয়ে গোল করেন শোয়াইব মাহমুদ, নজিম উদ্দিন, হামিদ উল্লাহ ও ফরহাদুল ইসলাম। আজ বৃহস্পতিবার কর্নফুলী উপজেলার এ জে চৌধুরী কলেজের বিপক্ষে সেমিফাইনাল খেলবে মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ।