হাটহাজারী স্পোর্টস ক্লাব আয়োজিত ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় মসিহ সালাম সংসদ ফুটবল দল ২-০ গোলে ফটিকছড়ি উপজেলা ভ্যাটার্ন ফুটবল দলকে হারিয়ে সেমি ফাইনাল খেলার গৌরব অর্জন করে। উক্ত খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত মসিহ সালাম স্মৃতি সংসদ এর ফুটবল দলের খেলোয়াড় জুয়েল। বুধবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ৪র্থ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাটহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী, হাটহাজারী উপজেলা ছাত্রদলের দলের আহব্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি। টুর্নামেন্টের হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মেহেদীর সঞ্চালনায় আহব্বায়ক মোহাম্মদ রাশেদ এর সভাপতিত্বে ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাটহাজারী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন সিদ্দিকী সোহেল, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ইমরান চৌধুরী, সাবেক খেলোয়াড় মমতাজ, ক্রীড়ানুারাগী আবুল বশর, শহিদুল ইসলাম, জিয়াউদ্দিন বাবলু, মিজানুর রহমান প্রমুখ। আগামী শনিবার ১ম সেমি ফাইনাল খেলা হাটহাজারী ভ্যাটার্ন ফুটবল দল বনাম চট্টগ্রাম মাস্টার্স ক্লাব।