চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার সেভেন ডেজ রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু জবাই না করে তাদের কারখানায় অবৈধভাবে গরু-ছাগল জবাই করে নালায় নাঁড়ি-ভ‚ঁড়ি, রক্ত ও উচ্ছিষ্ট অংশ ফেলে পরিবেশ দূষণ, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কারখানার ভিতরে বিরিয়ানী প্রস্তুত, নিষিদ্ধ রাসায়নিক ও সস্ ব্যবহার, অস্বাস্থ্যকরভাবে নালার উপর খাদ্যপণ্য সংরক্ষণ, কারখানায় মুরগীর ফ্রোজেন পণ্যে মেয়াদ না থাকা,অনুমোদনহীন ঔষধে খাদ্যপণ্য প্রস্তুত করা এবং ষোলশহরস্থ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরণ ভিন্ন হওয়ার অপরাধে তাদের এই জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার নগরীতে ভেজাল বিরোধী অভিযানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই জরিমানা আদায় করেন।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করে। বিজ্ঞপ্তি