‘ডুব’র পর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী সিনেমা ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’। গত বছর সিনেমাটির শুটিং শেষ হয়। ০৯ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এদিন রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পেইজে জানানো হয়, বিনা কর্তনে ‘শনিবার বিকাল’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। দ্রুত বাংলাদেশ ও ভারতসহ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে। মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে।
সিনেমাটির কেন্দ্রীয় দুইটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা জাহিদ হাসান। এছাড়াও ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানির অভিনয় করার কথাও শোনা গিয়েছিলো।