সেন্ট প্লাসিডস স্কুল খেলার মাঠ রক্ষায় স্বারকলিপি

1

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট প্লাসিডস স্কুল খেলার মাঠ রক্ষায় জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা।
চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুল খেলার মাঠে কলেজ ভবন নির্মাণের ব্যবসায়ীক চিন্তাধারা বাতিল, চক্রান্তের মাধ্যমে মাঠ দখল ও স্থাপনা নির্মাণের প্রতিবাদে পাথরঘাটা, নজুমিয়া লেইন, আলকরন,ইকবাল রোড, বংশাল রোড সহ বিভিন্ন এলাকার ফুটবল ও ক্রিকেট প্রেমী মানুষের মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রবিবার বিকালে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালি ও সাবেক খেলোয়াড় মিয়ার নেতৃত্বে চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান, মনসুর, কামরুল, নাইয়ুম, সরেয়ার, ফারদিন, আকিব, তাওহীদ, ফয়েজ হাসনাত প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, কিছুদিন পূর্বে বহিরাগত কিছু সন্ত্রাসীর মাধ্যমে লাখ লাখ টাকার খরচ করে জোরপূর্বক মাঠের চার ফুট উচ্চতার দেয়ালটি ১৫ ফুট উচু এবং যারা খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ করেছিল তাদেরকে পুলিশের মাধ্যমে হয়রানি করা হয়। সরকারের উচিত উচ্চ পর্যায়ে তদন্ত করে জরুরী ভিত্তিতে এব্যাপারে ব্যবস্হা গ্রহন করা। ইসমাইল হোসেন বালি জানান, স্থানীয় হাজার হাজার ছাত্র ছাত্রী, শিশু কিশোর ও সর্বস্তরের মানুষের একমাত্র খেলার মাঠটি রক্ষায় কোরবানী ঈদের পর স্থানীয় সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।