সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

1

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে দীর্ঘ সময় বন্ধ থাকার পর বিদ্যুৎ আসায় দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। গতকাল শনিবার সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বøুমেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন ঠিক হয়ে গেছে।
এ বিষয়ে বøুমেরিন এনার্জি লিমিটেড ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, সফটওয়্যারের সার্ভারে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সবাই বিদ্যুৎ পাচ্ছে। খবর বাংলা ট্রিবিউনের।
জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই দ্বীপে সরবরাহকারী প্রতিষ্ঠানের সফটওয়্যারের সমস্যার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। এখন পাওয়া যাচ্ছে বিদ্যুৎ।
দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বন্ধ থাকার পর দ্বীপে বিদ্যুৎ ফিরেছে। এর আগে গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না।