সেনা সরানোর মাধ্যমে ভারত ও চীনের সীমান্ত বিরোধের অবসান

1

ভারত ও চীন তাদের বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার অবসান ঘটাতে চুক্তি বাস্তবায়ন শুরু করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুই দেশ এ তথ্য নিশ্চিত করেছে। এটি এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশীর মধ্যে ৪ বছর আগে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ভারতের পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলে সীমান্তে দুই দেশের সেনারা যেখানে মুখোমুখি অবস্থানে ছিল। সেখানে এখন সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে ভারত সরকারের একটি সূত্র। বুধবার থেকে এই প্রক্রিয়া শুরু হয় এবং চলতি মাসের শেষে তা সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এমনটিই জানিয়েছেন ভারতের একজন সিনিয়র কর্মকর্তা। সা¤প্রতিক সপ্তাহে সীমান্তে টহল দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যা রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পার্শ্ববৈঠকে হয়েছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে পাঁচ বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, স¤প্রতি ভারত ও চীনের মধ্যে চুক্তির আওতায় তাদের সামনের সারির সেনারা সংশ্লিষ্ট কাজ করছে এবং এখন পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক।