সেনাবাহিনী নিয়ে নেতিবাচক বক্তব্যের প্রতিবাদ

0

বান্দরবান প্রতিনিধি

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে ‘চাকরবাকর’ ও ‘ক্যান্টনমেন্ট দখল’ করার হুমকির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের হলরুমে সংগঠনটি এই সংবাদ সম্মেলন করে। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কিছু বিকৃত রুচির বক্তব্য আমাদের নজরে এসেছে। একটি দলের সাধারণ সম্পাদক হয়ে একজন ব্যক্তি আমাদের গর্ব করার মতো সেনাবাহিনী নিয়ে এমন অরুচিকর বক্তব্য দেন কি করে? সেনাবাহিনীর কর্মকর্তাদের চাকরবাকর- এর সঙ্গে তুলনা করে তিনি ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। মজিবর আরো বলেন, কিছু কিছু ব্যক্তি মনে করেন বাক-স্বাধীনতার সুয়োগ নিয়ে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেগেটিভ কথা বলে অতি সহজেই জনপ্রিয় হওয়া যায়। আদতে তাই দেখছি এ ধরনের সস্তা বক্তব্য দিয়ে অনেকেই সেলিব্রেটি হওয়ার পথ খুঁজে নিচ্ছেন। তবে বিকৃত রুচির বক্তব্য দিয়ে কিছুই অর্জন করা যায় না, বরং তাতে বিকৃত মানসিকতারই পরিচয় পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতারা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদ জানান। শুধু সেনাবাহিনী বলে নয়, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সময়েও ন্যূনতম সৌজন্যবোধ বজায় রাখা উচিত জানিয়ে তারা ক্যান্টনমেন্ট দখলের মত ভয়ানক দুঃসাহস ও সেনাবাহিনীকে নিয়ে এই কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মো. আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।