সেনাক্যাম্প স্থাপনে বাধা ইউপিডিএফ’র

1

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাক্যাম্প স্থাপনে বাঁধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন বক্তারা বলেন, লক্ষীছড়ির বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করতে চাইলে ইউপিডিএফ পরিকল্পিতভাবে বাধা দেয়। ক্যাম্প হলে তাদের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে পারবে না বলেই ক্যাম্প স্থাপন করতে দিচ্ছে না।
বক্তারা বলেন, ইউপিডিএফ’র কার্যক্রম নিষিদ্ধ না হলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। এসময় তারা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল ধর্ষণ, গুম ও খুনের ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মো. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা প্রমুখ।