সেগুনকাঠ ভর্তি চাঁদের গাড়ি জব্দ

0

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে এনএসআই’র তথ্যের ভিত্তিতে ৫০ পিস সেগুনকাঠ ভর্তি একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে পৌরসভার এগারমাইলস্থ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি এলাকা থেকে গাড়িসহ কাঠগুলো জব্দ করে স্থানীয় বন বিভাগ। জব্দকৃত কাঠের মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বনবিভাগ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে মূল্যবান সেগুন কাঠ চট্টগ্রাম নগরীর দিকে পাচার করা হবে- জেলা এনএসআই চট্টগ্রামের এমন তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌরসভার বাসস্টেশনে অবস্থান নেয় বনবিভাগের কর্মীরা। এ সময় কাঠ ভর্তি গাড়িগুলো বনবিভাগের কর্মদের অবস্থান টের পেয়ে গাড়িগুলো চট্টগ্রাম নগরীর দিকে দ্রুত গতিতে পালিয়ে যাওযার চেষ্টা করে। বনবিভাগের কর্মীরা ধাওয়া দিলে দু’টি গাড়ি পালিয়ে গেলেও নাম্বারবিহীন অনটেস্ট লেখা একটি চাঁদের গাড়ি (জীপ) হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করে হাটহাজারী স্টেশন অফিসে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।