সেক্টর কমান্ডার্স ফোরামের সভা

29

সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার যৌথ সভা বৃহস্পতিবার বেলা ১১টায় সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সহসভাপতি গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, সহসভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, বাদশা মিয়া, এস এম নুরুল আমিন, সম্পাদকমন্ডলীর সদস্য সেলিম চৌধুরী, এড. সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল, এড. সাইফুন্নাহার খুশি, হাজী মো. সেলিমুর রহমান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সুপ্রিয় দাশ অপু, এম নুরুল হুদা চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, পংকজ রায়, ইঞ্জি. সনাতন চক্রবর্তী বিজয়, এড. জাহাঙ্গীর আলম, মো. কামাল উদ্দিন, দীপন দাশ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, কামাল হোসেন রিজভী, নুরুল হোসেন, মো. সেলিম হোসেন, নবী হোসেন সালাউদ্দিন, ইব্রাহিম চৌধুরী, রাজীব চন্দ প্রমুখ।
সভায় বক্তারা ডিসেম্বরের মধ্যেই রাজাকার আলবদরদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়ে বলেন, কোন অজুহাতে বা আত্মীয়তার বন্ধনে যাতে করে কোন স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর তালিকায় বাদ না পরে সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভায় স্বাধীনতা বিরোধীদের নামে এখনো যেসব স্থাপনা বা প্রতিষ্ঠানের নাম রয়েছে; তা অবিলম্বে সরানোর এবং চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের জোর দাবি জানানো হয়।
সভায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও আগামী ৩১ জুলাই বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বেদারুল আলম চৌধুরী বেদারকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি