সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয় এবং ২৪ ঘন্টা বিশেষায়িত হাসপাতালে নিরাপদ স্বাস্থ্য সেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড। ১৯ মার্চ নগরীর বহদ্দারহাট ১ কিলোমিটারে হাসপাতালের উদ্বোধন করেন বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ডা. মো. মুজিবুল হক খান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. জি.এম মারুফ। তিনি বলেন, এই এলাকায় প্রায় ১০ লাখ মানুষের বসবাস। এখানে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য একটি অত্যাধুনিক হাসপাতালের খুব প্রয়োজন ছিল। আমরা অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা ও সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয় করার জন্য এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছি এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ল্যাবরেটরির সকল পরীক্ষার সাথে প্রতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা, আউটডোর-ইনডোর প্রসূতি সেবাসহ যে কোনো অপারেশন করার সুবিধা থাকবে। প্রধান অতিথি ডা. মো. মুজিবুল হক খান বলেন, সেইফ আইডিয়াল হেলথ কেয়ার লিমিটেড কর্তৃপক্ষ এখানে হাসপাতাল তৈরি করেছেন। এই হাসপাতাল এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেডিকেল ডিরেক্টর ডা. এম. এস মোস্তাকিমের সঞ্চালনায় ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. হোসেন আহম্মদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. আরিফুল আমিন, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, চান্দগাঁও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম.আশরাফুল আলম প্রমুখ।