চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জহর লাল হাজারী অদ্য ১৩ মার্চ শুক্রবার সকাল ১১টায় জেএম সেন হলে সূর্যসেন এর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি প্রধান শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, উপদেশষ্টা প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী, বিপ্লবী প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরী, বিপ্লবী পূত্র নন্দন কিশোর চৌধুরী, শিক্ষক উত্তম বিশ্বাস, সাহিত্যিক দুলাল মল্লিক, নির্বাচনী প্রচারক বলরাম চক্রবর্ত্তী, মিলন চক্রবর্ত্তী, আশীষ মহাজন, সাগর চক্রবর্ত্তী, বাপ্পী চক্রবর্ত্তী, রাজু দাশগুপ্ত, অলক চক্রবর্ত্তী, নিপু শর্মা। এসময় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরী বলেন, সভ্যতার এ যুগে নির্বাচনী প্রচারণায় মানুষ যখন মাজার, মসজিদ, মন্দির, গির্জা ও কবরস্থান জিয়ারত ও প্রার্থনায় ব্যস্ত ঠিক তখনই জহর লাল হাজারী ছুটে এসেছেন অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ মূর্তিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। তাঁর এই আদর্শকে জাতির এই ক্রান্তিকালে সকল রাজনৈতিক নেতাকর্মীদের অনুসরণ করা উচিত। বিপ্লবীদের স্বার্থক উত্তরসূরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে ১৯৭১ সালে রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমাদেরকে স্বাধীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উপহার দিয়ে যান। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য অনুরোধ জানান। বিপ্লব ও মুক্তিযুদ্ধ একই সূত্রে আমাদের জীবনে গাঁথা। জহর লাল হাজারী বলেন, আমার দীর্ঘ ১৫ বছর ধরে কাউন্সিলর হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমি সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়নতার সহিত কাজ করেছি। কোন ধরণের লোভ আমাকে আকৃষ্ট করতে পারেনি। বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের সাথে জড়িত ছিলাম।
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক বলেন, সততা ছাড়া যোগ্যতা মূল্যহীন, যোগ্যতা ছাড়া সততা শক্তিহীন, নেতৃত্ব চাই সততা ও যোগ্যতার সমন্বয়। আমরা পথে নেমেছি জহর লাল হাজারীর পক্ষে জনমানুষের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে ভোট প্রার্থনা করার জন্য। আমাদের বিশ্বাস জহর লাল হাজারী একজন সততা ও যোগ্যতার সমন্বয়ে তার আপাদমস্তক গঠিত। তাই সকলকে আগামী ২৯ মার্চ মিষ্টি কুমড়ায় ভোট দিয়ে জহর লাল হাজারীকে নির্বাচিত করার জন্য ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানান। বিজ্ঞপ্তি