প্রজনন স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতার একটি অবস্থা। প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। প্রজনন স্বাস্থ্যের প্রধান উপাদান হলো-পরিবার পরিকল্পনা, যৌন স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্য। প্রজনন ও যৌন স্বাস্থ্যের পাঁচটি মুল দিক হলো-প্রসবপূর্ব, প্রসবকালীন, প্রসবত্তোর ও নবজাতকের যত্নের উন্নতি এবং বন্ধ্যাত্বের পরিশেবাসহ পরিবার পরিকল্পনার জন্য উচ্চমানের সেবা প্রদান করা, অনিরাপদ গর্ভপাত দূর করা, এইচআইভি/যৌনবাহিত সংক্রমনের বিরুদ্ধে লড়াই করা। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে। উদাহরণ স্বরুপ যৌনক্রিয়া যখন শুরু হয়, তখন তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতার অভাব হয়, তখন কিশোরীদের অবাঞ্চিত গর্ভাবস্থা, অনিরাপদ গর্ভপাত এবং বিভিন্ন যৌন সংক্রমনের ঝুঁকি বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রজনন স্বাস্থ্য বলতে শারিরীক, মানসিক এবং সামাজিক দিক থেকে সম্পূর্ণ ভালো থাকাকে বোঝায়, উপরোক্ত কথাগুলো গত ২০ জানুয়ারি নগরীর একেখান গেট সংলগ্ন, নিউ মনসুরাবাদস্থ, সূর্যের হাসি ক্লিনিক মিলনায়তনে, সূর্যের হাসি ক্লিনিক ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির যৌথ আয়োজনে ‘প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার-এ আলোচকবৃন্দ বলেন। সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আনিকা সাত্তার। সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি-সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল। বিশেষ অতিথি ছিলেন তানভীরুল উম্মাহ মডার্ন মাদরাসার পরিচালক ও প্রিন্সিপাল এইচ এম তানভীর উদ্দিন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. সাদিয়া কবির। বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসক, নবজাতক ও শিশু রোগ বিশেষত ডা. বিজয় তালুকদার, এসএমসি’র সিনিয়র অফিসার মো. মাহিন ও প্রমোশনাল অফিসার আমিনুল ইসলাম প্রমুখ। সেমিনারে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীবৃন্দ এবং স্থানীয় শিক্ষক ও স্টেক হোল্ডার অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি